নয়াদিল্লি: ফের নাম বদলের দাবিতে সরব হল বিজেপি। তুঘলক রোড, আকবর রোড, ঔরঙ্গজেব লেন, হুমায়ুন রোড এবং শাহজাহান রোডের নাম বদলে ফেলা উচিত বলে দাবি জানিয়েছে গেরুয়া শিবির। এই মর্মে দিল্লি পুরনিগমকে চিঠি দিয়েছেন স্থানীয় বিজেপির প্রধান আদেশ গুপ্তা। তিনি জানিয়েছেন, তুঘলক রোডের নাম হোক গুরু গোবিন্দ সিং মার্গ, আকবর রোডের মহারানা প্রতাপ রোড, ঔরঙ্গজেব লেন হোক আব্দুল কালাম লেন, হুমায়ুন রোড করা হোক মহর্ষি বাল্মীকি রোড এবং শাহজাহান রোডের নাম হোক জেনারেল বিপিন সিং রাওয়াত রোড। আদেশ গুপ্তা আরও বলেছেন, ‘বাবর লেনের নাম শহিদ ক্ষুদিরাম বোস রাখা উচিত।’
২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই দিল্লি এবং উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে রাস্তাঘাট, স্টেশন, জায়গার নাম বদলানোর হিড়িক উঠেছে। যেমন এলাহাবাদের নাম এখন প্রয়াগরাজ।
আরও পড়ুন : রাজ্যের বিরুদ্ধে তোপ দেগে কি বললেন অমিত শাহ?