দিনহাটা: দীর্ঘদিন বেহাল থাকার পর অবশেষে দিনহাটা-কোচবিহার মেইনরোডে থাকা ডিভাইডার সংস্কারে উদ্যোগী হল পূর্ত দপ্তর। সোমবার থেকে ডিভাইডার সংস্কারের কাজ শুরু হয়। এদিন ডিভাইডারের কাজ পরিদর্শনে যান দিনহাটা পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রবীর সাহা, দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরিশঙ্কর মহেশ্বরী সহ অন্যান্যরা।
পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে, দিনহাটা মদনমোহন বাড়ি থেকে দিনহাটা পাঁচমাথার মোড় পর্যন্ত প্রায় ১.২৫ কিলোমিটার দীর্ঘ ডিভাইডারটি সংস্কার করা হবে। ডিভাইডারের একাংশ ভেঙে যাওয়া গ্রীলগুলি লাগানোর পাশাপাশি নতুন করে রংও করা হবে। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে ডিভাইডারগুলির শুরুতে লাগানো হবে রেডিয়াম স্টিকার। সব মিলিয়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার এস্টিমেট ধরা হয়েছে।
দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী জানান, অনেকদিন থেকে দিনহাটা-কোচবিহার মেইনরোডের প্রায় ১.২৫ কিমি ডিভাইডার সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়েছিল। নতুন পুরবোর্ড গঠনের পরই পুরসভার তরফে বিষয়টি পূর্ত দপ্তরকে জানানো হয়। এরপরই দ্রুততার সঙ্গে সংস্কারের কাজটি শুরু করে এদিন। এরফলে দুর্ঘটনার প্রবণতা যেমন কমবে তেমনি শহরের সৌন্দর্যায়নও বাড়বে।