রায়গঞ্জ: রায়গঞ্জের রবীন্দ্র ভবনের প্রেক্ষাগৃহ সংস্কারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ২০১৫ সালে ভবনটি উদ্বোধন হলেও সম্প্রতি বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে ও বিল্ডিংয়ে গজিয়ে উঠেছে বট গাছ। ভেতরে কাঠের আসবাব পত্রগুলিতে ঘুন ধরে যাওয়ায় খুলে পড়ছে। কোথাও কোথাও দেওয়ালের প্লাস্টার খসে পড়ছে। ভবনের ভেতরে মঞ্চের শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রগুলি বিকল হয়ে পড়ায় বড়সড়ো অনুষ্ঠানের জন্য ভাড়াও মিলছে না বলে অভিযোগ। এদিকে রাতে কোনও নিরাপত্তারক্ষী না থাকার কারণে ভবন অসংরক্ষিত অবস্থায় থাকছে। ফলে মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটছে। রায়গঞ্জ(Raiganj) শহরের মূলকেন্দ্রে রবীন্দ্র ভবনটি থাকায় যথেষ্ট চাহিদা রয়েছে। কিন্তু দিন দিন বেহাল হয়ে পড়ায় মাসের অধিকাংশ দিন ফাঁকাই পড়ে থাকছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্র ভবন সংস্কারের কাজ শীঘ্রই শুরু হবে। এজন্য এস্টিমেট করে জেলা পরিষদকে দেওয়া হয়েছে। রবীন্দ্র ভবন দেখভালের জন্য পাঁচজন কর্মী আছেন। তাঁরা নিয়মিত ভবনে আসেন এবং সন্ধ্যা হলে বাড়ি ফিরে যান।রায়গঞ্জ কালচারাল ফোরামের সভাপতি তথা রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শুভেন্দু মুখোপাধ্যায় বলেন, ‘বিগত কিছুদিন আগে অনুষ্ঠান করতে গিয়ে কিছু সমস্যা বুঝতে পেরেছি। আশা করছি, জেলা প্রশাসন খুব দ্রুত এই ভবনের সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’ উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন বলেন, ‘রবীন্দ্র ভবনটির বেহাল অবস্থার কথা শুনলাম। এটির সংস্কারের ব্যাপারে জেলাশাসক ও মহকুমা শাসকের সঙ্গে কথা বলব।