নয়াদিল্লি: ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম। ৩০ মিনিট পিছিয়ে গেল প্রজাতন্ত্র দিবসের প্যারেডের সময়। এবার নির্ধারিত সময় সকাল ১০টার পরিবর্তে সাড়ে ১০টায় শুরু হবে প্যারেড। করোনাবিধি এবং জম্মু ও কাশ্মীর নিরাপত্তা কর্মীদের শ্রদ্ধার কারণে প্যারেডের সময় পিছিয়ে দেওয়া হচ্ছে।
এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ সকাল ১০টায় শুরু হয়। তবে এ বছর তা শুরু হবে সকাল সাড়ে ১০টায়। করোনাবিধি এবং প্যারেড শুরু হওয়ার আগে, জম্মু-কাশ্মীরে শহিদ নিরাপত্তা কর্মীদের শ্রদ্ধা জানানো হবে। গত বছরের মতো কুচকাওয়াজ অনুষ্ঠানটি হবে ৯০ মিনিটের। ইন্ডিয়া গেটের কাছে যুদ্ধের সময়ের স্মৃতিসৌধ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে মার্চ পাস্ট হবে। এই সময়ে সাংস্কৃতিক বৈচিত্র্য, সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির প্রতিনিধিত্ব করে প্যারেড প্রদর্শন করা হবে বলে তিনি জানিয়েছেন।