ঘোকসাডাঙ্গা: অসুস্থ পাখি উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার মাথাভাঙ্গা-২ ব্লকের গুমানিহাট এলাকা থেকে উদ্ধার হল মারবো স্ট্রোক বা হাড়গিলা প্রজাতির একটি পাখি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে মাথাভাঙ্গা-২ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ঝড়, শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। বনকর্মীদের প্রাথমিক অনুমান, শিলাবৃষ্টিতে শিলের আঘাতেই পাখিটি আহত হয়েছে।
এদিন গুমানিহাটের বাসিন্দা গৌতম বর্মন তার ভুট্টা খেত পরিদর্শনে গিয়ে দেখেন খেতের পাশে এক বিশাল আকৃতির পাখি অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। পাখিটির একটি ডানা ভেঙে যায়। যার ফলে পাখিটি উড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে প্রায়। পাখিটিকে উদ্ধার করে বন দপ্তরে খবর দেওয়া হয়। এরপর বন দপ্তরের মাথাভাঙ্গার রেঞ্জ অফিসার সজল পাল ঘটনাস্থলে গিয়ে অসুস্থ পাখিটিকে নিজেদের হেপাজতে নেন। সজল পাল জানান, পাখিটিকে মাথাভাঙ্গা রেঞ্জ অফিসে রেখে প্রথমে চিকিৎসা করা হবে। সুস্থ হয়ে উঠলে আবার তাকে ছেড়ে দেওয়া হবে।
আরও পড়ুন : ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার