চালসা: এমনিতেই গত মাসে খাদ্যদ্রব্য মেলেনি। তার ওপর আবার পঁচা আলু দেওয়ার অভিযোগ। শুক্রবার চালসার একটি অঙ্গনওয়ারী কেন্দ্রের বিরুদ্ধে এমনই অভিযোগ ওঠে। ঘটনার খবর পেয়ে ওই এলাকায় যান চালসার মাটিয়ালি বাতাবাড়ি-১ নম্বর গ্রামপঞ্চায়েতের প্রধান দীপক ভুজেল, বিধায়ক প্রতিনিধি মধুসুধন শা। পরে খবর পেয়ে এলাকায় আসেন মেটেলির ভারপ্রাপ্ত সিডিপিও দেবাশীষ চৌধুরী। জানা গিয়েছে, চালসার হাসপাতাল পাড়ার ওই অঙ্গনওয়ারী কেন্দ্র থেকে গত মাসে কয়েকটি পরিবারকে খাদ্যদ্রব্য দেওয়া হয়নি। কেন্দ্র থেকে তাদের খবরও দেওয়া হয়নি বলে অভিযোগ। শুক্রবার এলাকাবাসীরা ওই অঙ্গনওয়ারী কেন্দ্রে গেলে তাদের পঁচা আলু দেওয়া হয় বলে অভিযোগ। আলু নিতে অস্বীকার করলে কেন্দ্রের কর্মী অসুস্থ হয়ে পড়েন। এরপর জনগন কোনো কিছু না নিয়েই কেন্দ্র থেকে চলে আসে। স্থানীয় বাসিন্দা মৌসুমী সিনহা রায়, কামনা বসাকরা অভিযোগ করেন, ‘গত মাসেও আমাদের খাবার দেওয়া হয়নি। এদিন কেন্দ্র থেকে পঁচা আলু দেওয়া হচ্ছিল। তাই আমরা সেগুলো নেইনি।’ দু’মাসের বকেয়া খাবার সহ ভালো আলু দেওয়ার দাবি জানিয়েছেন তারা। মেটেলির ভারপ্রাপ্ত সিডিপিও দেবাশীষ চৌধুরী বলেন, ‘ঘটনার খবর পেয়ে ওই এলাকায় যাই। পঁচা আলু দেখিনি। অঙ্গনওয়ারী কর্মী অসুস্থ। পুনরায় জনগণকে খাদ্যদ্রব্য দেওয়া হবে। গত মাসে ওই কর্মী কি হিসেব দেখিয়েছে তাও খতিয়ে দেখা হবে।’
তৃণমূল প্রধানের কলার ধরে টানছেন শাসকদলেরই পঞ্চায়েত সদস্য
তৃণমূল প্রধানের কলার ধরে টানছেন শাসকদলেরই পঞ্চায়েত সদস্য, ভাইরাল ভিডিওতে শোরগোল হরিশ্চন্দ্রপুরে
Read more