নাগরাকাটা: খেরকাটার অসুস্থ হাতির উন্নত চিকিৎসার দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। এখন প্রতিদিনই কালাপানি নদীর ধারে দাঁড়িয়ে থাকা সেই হাতিকে বন দপ্তরের পাশাপাশি স্থানীয়রাও খাবার পৌঁছে দিচ্ছেন। বন দপ্তর জানিয়েছে, হাতিটির চিকিৎসা চলছে। নতুন আরও একটি ওষুধ দেওয়া শুরু হয়েছে। ডায়নার রেঞ্জার অশেষ পাল জানান, চিকিৎসকের পরামর্শমতো চিকিৎসা চলছে। হাতিটির শারীরিক পরিস্থিতির ওপর নজর রেখে চলা হচ্ছে।
এদিন খেরকাটা লাগোয়া ধূমপাড়া থেকে কিছু বাসিন্দা গাড়ি ভরতি করে খাবার নিয়ে এসে হাতিটিকে দেন। তালিকায় ছিল কলাগাছ, ফলমূল, শাক সবজি। সেখানকার কিশোর ছেত্রী নামে এক বাসিন্দা বলেন, প্রায় প্রতিদিনই সাধ্যমতো খাবার দেওয়া হচ্ছে। বন দপ্তর চিকিতসা শুরু করলেও আমাদের ধারনা বুনোটির আরও উন্নত মানের চিকিৎসার প্রয়োজন। সবকিছু খতিয়ে দেখে এব্যাপারে বন দপ্তর দ্রুত পদক্ষেপ করুক।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, হাতিটির ওষুধের তালিকায় আরও এক ধরনের অ্যান্টিবায়োটিক যুক্ত করা হয়েছে। ৮টি করে ট্যাবলেট দিনে দুই বার আগামী ৮ দিন ধরে হাতিটিকে দেওয়া হবে। পাশাপাশি আগের ওষুধপত্র যেমন চলছে তেমনই চলবে বলে জানা গিয়েছে।
এদিকে, স্থানীয়দের অনেকেই হাতিটির অপারেশনের দাবিতে সরব হয়েছেন। তবে বন কর্তারা জানাচ্ছেন, পরিস্থিতির নিরিখে চিকিৎসক যেটা সবথেকে ভালো বলে মনে করবেন সেটাই করা হবে।
আরও পড়ুন : মোবাইল চুরির অভিযোগে গ্রেপ্তার ২