বালুরঘাট: চলতি সপ্তাহেই দুর্গাপুজো শুরু। এখন বালুরঘাটে শেষ মুহূর্তের বাজার সারছেন বাসিন্দারা। শপিং মল থেকে শুরু করে শহরের বড় দোকান বা ছোট দোকানগুলিতে তিল ধারনের জায়গা নেই। রাস্তাতেও ভিড় থিকথিক করছে। এদিকে অনিয়ন্ত্রিত পার্কিং ব্যবস্থার ফলে জেরবার দশা শহরবাসীর। বাসস্ট্যান্ড চত্বর, ডানলপ মোড়, নিউ মার্কেট, সাধনা মোড় সহ একাধিক ব্যস্ততম রাস্তার উপরেই অবাধে দু’চাকা বা চার চাকার গাড়ির পাশাপাশি টোটো দাঁড়িয়ে থাকছে। যে কারণে হামেশাই যানজটের শিকার হচ্ছেন বাসিন্দারা। নাকাল হতে হচ্ছে পথচারী থেকে শুরু করে চালকদের। পুরসভার তরফে পার্কিং জোন গড়ে তোলার জন্য টেন্ডার করা হয়েছে বলে জানানো হয়েছে। পার্কিং সমস্যার কারণে যানজটে আটকে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠছে চালকদের। বর্তমানে পুজোর বাজারে পার্কিংয়ের সমস্যা বিকট আকার ধারণ করেছে বালুরঘাটে (Balurghat)।
ত্রিধারা এলাকার বাসিন্দা শান্তনু সরকার বলেন, ‘কর্মসূত্রে দিনভর বাইকে যাতায়াত করতে হয়। পার্কিং সমস্যার জন্য দীর্ঘ যানজটে আটকে থাকতে হচ্ছে। ফলে গন্তব্যে পৌঁছোনোর জন্য বেরিয়ে নাজেহাল অবস্থা। পুজোর বাজার এখন শেষের মুখে। রাস্তাতেই গাড়ি রেখে চলে যাচ্ছেন অনেকে।
বালুরঘাট পুরসভার প্রধান অশোক মিত্র পার্কিং জোন গড়ে তোলার জন্য টেন্ডার করা হয়েছে বলে আশ্বস্ত করেন। তিনি বলেন, ‘যে কোনও শহরের পার্কিং সমস্যা লক্ষণীয়। আমরা ক্ষমতায় আসার পর এই সমস্যা বুঝেছি। তাই বালুরঘাটে দুই জায়গায় পার্কিং জোন তৈরি করা হবে। আন্দোলন সেতুর পাশে গীতাঞ্জলি এলাকা ও নারায়ণপুর ট্যাক্সি স্ট্যান্ডের পাশের এলাকায় পার্কিং জোন করা হবে। তার জন্য টেন্ডার ইতিমধ্যে করা হয়েছে। তা এখনও ম্যাচিওর্ড হয়নি। টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই কাজে নামা হবে।’