মালদা: বৃহস্পতিবার রাতে মালদার ইংরেজবাজার থানার পিয়াসবাড়ি বাসস্ট্যান্ডে বোমাবাজির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল স্থানীয়দের মধ্যে। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই। কী কারণে, কারা এই বোমা ফাটিয়েছে তা এখনও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত প্রায় আটটা নাগাদ পিয়াসবাড়ি বাসস্ট্যান্ডে পরপর পাঁচটি বোমা ফাটার আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনায় আতিঙ্কত হয়ে পড়েন এলাকার মানুষ। রাস্তায় একাধিক জায়গায় বোমার দাগ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

তবে পুলিশ এখনও ঘটনার কোনও কিনারা করতে পারেনি। ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে সেখান থেকে কিছুই পাওয়া যায়নি। এলাকা শান্ত রয়েছে। ঘটনাস্থলে এখনও পুলিশ রয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।