নকশালবাড়ি: শূকরের খাটাল বন্ধের দাবিতে বাসিন্দাদের বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার নকশালবাড়ি থানার অন্তর্গত উত্তর দয়ারাম জোত এলাকায়। মণিপুরি বস্তিতে শূকরের খাটালের বাড়বাড়ন্তে এদিন বাসিন্দারা সেটা বন্ধ করার জন্য দীর্ঘক্ষণ ধরে খাটালের সামনে বসে থাকেন। এর আগেও থানায় শূকরের খাটাল বন্ধ করার জন্য লিখিত অভিযোগ স্থানীয়রা জানিয়েছেন। কিন্তু কিছুদিন বন্ধ থাকার পর তা পুনরায় চালু হয়ে যায়। এদিন নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে খাটাল মালিক ও স্থানীয়দের থানায় ডেকে পাঠানো হয়।
আরও পড়ুন : SSC: নিয়োগ দুর্নীতির প্রতিবাদে ডিওয়াইএফআইয়ের বিক্ষোভ শিলিগুড়িতে