নয়াদিল্লি: দিল্লিতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রামিতের সংখ্যা। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট মোতাবেক, ২৪ ঘণ্টায় ওই রাজ্যে ৪ হাজার ৯৯ জনের সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণ রুখতে নাইট কার্ফিউ জারি হয়েছে দিল্লিতে। সেই সঙ্গে এবার সপ্তাহান্তেও কড়া নিষেধাজ্ঞা জারি হচ্ছে সেখানে। শুক্রবার রাত ১০টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত কড়া নিষেধাজ্ঞা জারি থাকবে।
তবে করোনা সংক্রমণ বাড়লেও দিল্লিতে পুরোদমে শুরু হচ্ছে মেট্রো ও বাস পরিষেবা। মঙ্গলবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়েছেন,
সপ্তাহের পাঁচটি কাজের দিনে ১০০ শতাংশ যাত্রী নিয়েই মেট্রো ও বাস চলবে। তবে নাইট কার্ফিউয়ের পাশাপাশি শনি ও রবিবার দিল্লিতে কড়া বিধিনিষেধ জারি থাকবে। উল্লেখ্য, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও বিজেপি সাংসদ মনোজ তিওয়ারিও করোনায় আক্রান্ত হয়েছেন।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial