ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে যখন বিভিন্ন ধর্ম স্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তখন তাজমহলে নামাজ পড়ে গ্রেপ্তার হলেন ৪ পর্যটক। প্রসঙ্গত জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার ছাড়া তাজমহলে নামাজ পড়া যায় না। কিন্তু তাজমহলে এসে শাহী মসজিদে নামাজ পড়তে শুরু করেন চার পর্যটক। তাঁদের বিরুদ্ধে দাঙ্গা বাধানোর প্ররোচনা দেওয়ার ধারায় মামলা হয়েছে। এ প্রসঙ্গে তাজমহলের ইন্তেজামিয়া কমিটির প্রধান ইব্রাহিম জাইদি অভিযোগ করেছেন, আগে তাজমহলে নামাজ পড়া যেত রোজ। কিন্তু বর্তমানে এএসআই শুধু শুক্রবার নামাজ পড়ার অনুমতি দিয়েছে। অন্যদিকে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে এএসআই এর আধিকারিক পাল্টা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে তাজমহল চত্বরে নামাজ পড়া বন্ধ। শুধুমাত্র শুক্রবার দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত নামাজে অংশ নিতে পারবেন তাজগঞ্জের বাসিন্দারাই। খুব স্বাভাবিকভাবেই তাজমহল চত্বরে নামাজ পড়ে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জমে উঠেছে তরজা।
আরও পড়ুন: পুরীর রথযাত্রায় এবার ভক্তদের ভিড়, অতিমারি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল