হলদিবাড়ি: প্রাথমিক শিক্ষকদের বর্ধিত ভাতার দাবি, রিভাইসড পেনশন চালু এবং হয়রানি বন্ধের দাবিতে অবস্থানে বসলেন হলদিবাড়ি সার্কেলের অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকরা। শুক্রবার হলদিবাড়ি অবর বিদ্যালয় পরিদর্শক ভবনের সামনে নিজেদের দাবিতে সরব হন তাঁরা। অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক মিহির দত্ত ও শ্যামলচন্দ্র রায়ের অভিযোগ, অবর বিদ্যালয় পরিদর্শক করণের গাফিলতিতে তাঁরা প্রাপ্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। এর আগে বহুবার একই দাবিতে হলদিবাড়ি সার্কেলের এসআইকে স্মারকলিপি দেওয়া হয়েছিল। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই এদিন ফের তাঁরা প্রতিবাদে সরব হয়েছেন।
বাড়ি থেকে গবাদি পশু চুরি পারডুবিতে
পারডুবি: মাথাভাঙ্গা-২ ব্লকের পারডুবি (Pardubi) গ্রাম পঞ্চায়েতের তেতুঁলতলা সংলগ্ন এলাকার দুটি বাড়ি থেকে দুটি গরু ও দুটি বলদ চুরি যায়।...
Read more