বর্ধমান: এটিএম প্রতারণার শিকার হলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক অবসরপ্রাপ্ত অধ্যাপক। খোয়ালেন সঞ্চয়ের টাকা। প্রতারকরা ওই অবসরপ্রাপ্ত অধ্যাপককে ফোন করে ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্য জেনে তাঁর অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। এবিষয়ে বর্ধমান থানায় অভিযোগ জানিয়েছেন ৭৩ বছর বয়সী অধ্যাপক নিমাইচাঁদ প্রামাণিক। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক নিমাইচাঁদ প্রামাণিক পুলিশকে জানিয়েছেন, দিনকয়েক আগে তাঁর কাছে একটি ফোন আসে। ফোনে তাঁর কাছ থেকে ডেবিট ও ক্রেডিট কার্ডর তথ্য জানতে চাওয়া হয়। তিনি কিছু না বুঝেই সমস্ত তথ্য দিয়ে দেন। এমনকি ওটিপিও তিনি প্রতারকদের জানিয়ে দেন। এরপরই ওই অবসরপ্রাপ্ত অধ্যাপকের ডেবিট কার্ড ব্যবহার করে তাঁর অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় লক্ষাধিক টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।