নাগরাকাটাঃ গ্রাসমোড় চা বাগানের শ্রমিকদের বকেয়া গ্র্যাচুইটির টাকা দেওয়া শুরু করলো নতুন পরিচালকরা। শুক্রবার ৪২ জন অবসরপ্রাপ্ত চা শ্রমিকের (Tea Worker) হাতে তাঁদের দীর্ঘদিনের বকেয়া থাকা গ্র্যাচুইটির চেক তুলে দেওয়া হয়। প্রায় ৩৬ লক্ষ টাকা এদিন দেওয়া হয় বলে বাগান সূত্রে জানা গেছে। অবশেষে পাওনা মেলায় খুশি অবসরপ্রাপ্ত চা শ্রমিকেরা। ম্যানেজার প্রসেনজিত সরকার বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে অন্যান্যদেরও গ্র্যাচুইটির বকেয়া দেওয়ার লক্ষ্য হাতে নেওয়া হয়েছে। সমস্ত বকেয়াই পুরনো পরিচালকদের সময়ের।
গ্রাসমোড় চা বাগানটি ২০০২ সাল থেকেই রুগ্ন। সেই মসয় থেকেই বহু শ্রমিকের গ্র্যাচুইটি বকেয়া পড়ে যায়। তাঁদের মধ্যে পরে অনেকে মারাও গেছেন। সব মিলিয়ে ওই খাতে পাওনার পরিমান ২ কোটি টাকারও বেশী। বিষয়টি নিয়ে শ্রমিকরা বহুবার আন্দোলনও করেন। যদিও লাভ হয় নি। ২০২১ সালে সেখানে নয়া পরিচালকরা বাগানের দ্বায়িত্ব নেন। সেসময়ই শ্রমিক-মালিকপক্ষের মধ্যে বকেয়া থাকা গ্র্যাচুইটি প্রদান নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। সেই মোতাবেক এদিন থেকে সেখানে পুরনো পাওনা মেটানোর কাজ শুরু করলেন নয়া পরিচালকরা। বর্তমানে ওই বাগানটি ডুয়ার্স-ডায়না প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানীর মাধ্যমে চলছে।
বিক্রম মির্ধা নামে এক গ্র্যাচুইটি প্রাপক বলেন, ২০১৭ সালে অবসর গ্রহন করি। বকেয়া গ্র্যাচুইটি যে পাবো সেই আশা ছেড়েই দিয়েছিলাম। ১ লক্ষ ৪৮ হাজার টাকার চেক পেয়েছি। রমেশ ভুজেল নামে আরেক অবসরপ্রাপ্ত শ্রমিক বলেন, ১ লক্ষ ৪৩ হাজার ৭২২ টাকার চেক পেয়েছি। এর থেকে আনন্দ আর কিই বা হতে পারে। আমরা খুশি। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের গ্রাসমোড়ের নেতা রাজু ঘোলে বলেন, চুক্তি মোতাবেক বাগান কর্তৃপক্ষ পদক্ষেপ করা শুরু করেছে দেখে শ্রমিকরা আশ্বস্ত। ২০০২ সাল থেকে গ্রাসমোড়ের শ্রমিকরা নানা ধরনের বঞ্চনার শিকার হয়ে আসছিল।
আরও পড়ুন : ন্যূনতম মজুরির দাবিতে সরব চা শ্রমিকরা