ডিজিটাল ডেস্ক: আগামী ২৪ ও ২৫ শে মে কলকাতায় হতে চলেছে আইপিএল (IPL) এর প্লে অফ ম্যাচ। ইডেনে দীর্ঘদিন পর ক্রিকেট হতে চলেছে। আইপিএল প্লে-অফ ম্যাচের টিকিটের চাহিদা কিন্তু তুঙ্গে। কার্যত আইপিএল শুরু হবে সন্ধ্যাবেলা। কিন্তু শেষ হতে হতে প্রায় বারোটা বেজে যাবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, শহরের ক্রিকেটপ্রেমী দর্শকরা খেলা দেখে অত রাতে বাড়ি ফিরবেন কি করে? সুরাহা করে দিয়েছে কলকাতা মেট্রো। জানা গিয়েছে, এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ এর দিকে দুটি মেট্রো ঠিক রাত বারোটায় ছাড়বে। সাড়ে বারোটার মধ্যে গন্তব্যে পৌঁছে যাবে। যাত্রাপথে সমস্ত স্টেশনে ট্রেন দুটি দাঁড়াবে। তবে টোকেন কিংবা স্মার্ট কার্ডে টিকিট কাটা যাবে শুধুমাত্র স্টেশন থেকেই। স্বাভাবিকভাবেই কলকাতা মেট্রো রেলের এই পদক্ষেপ ক্রিকেটপ্রেমী দর্শককে যে অনেকটাই নিশ্চিন্ত করল, তা বলাইবাহুল্য।
বন্দরনগরীতে স্বস্তির জয়ে লড়াইয়ে থাকল ভারত
ভারত : ১৭৯/৫ (২০ ওভার) দক্ষিণ আফ্রিকা : ১৩১ (১৯.১ ওভার) বিশাখাপত্তনম : তারুণ্যের তেজে স্বস্তির জয়। বন্দরনগরীতে দক্ষিণ আফ্রিকাকে...
Read more