ডিজিটাল ডেস্কঃ অমিতাভ বচ্চনের (amitabh bacchan) সাপ্তাহিক দর্শনের রীতি ফিরে আসছে আবার? তেমনই ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি। জলসা খুলে দিতে পারেন অমিতাভ।
করোনা আসার আগে নিয়ম করে প্রতি সপ্তাহে একদিন তাঁর অনুরাগীদের সঙ্গে দেখা করতেন অমিতাভ বচ্চন। বেশিরভাগই দিনটা হত রবিবার। করোনার চাপে গত দু’বছর এই দর্শন একেবারে বন্ধ। তবে বচ্চনের মন ভালো নেই। অনুরাগীদের মুখোমুখি হওয়ার, তাঁদের শুভেচ্ছা জানানোর এই সুযোগ তিনি মন থেকে মিস করছেন বলে বহুবার জানিয়েছেন অভিতাভ। এমনকি কোভিডে সংক্রামিত হয়ে নার্সিংহোমে ভর্তি থাকাকালীনও জলসার সেই দর্শনের ছবি পোস্ট করেছিলেন।
তবে কোভিড পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সারা দেশের জীবনযাত্রা আবারও স্বাভাবিক। মুম্বইয়ের সব এখন হাট করে খোলা। এই অবস্থায় অমিতাভ বচ্চন নিজেও আশাবাদী। তাঁর সাম্প্রতিক পোস্টে তেমনই ইঙ্গিত। ইচ্ছেমতো দূর দেশে পাড়ি দেওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন। সেই সঙ্গে জলসার সেই পুরোনো দিনগুলো আবারও ফেরত পাবেন বলেও তাঁর আশা।
অবশ্য সঙ্গে এও জানিয়েছেন, কোনওরকম অসতর্কতাকে প্রশ্রয় দেবেন না তিনি। জলসা যদি খোলেও, তবে তা অবশ্যই সরকারি বিধি মেনেই খুলবে। তাঁর অনুরাগীদেরও চলতে হবে বিধি মেনে।
আরও পড়ুনঃ আমির, রণবীর একসঙ্গে