মুম্বই: গত দুই মাস থেকে জেলবন্দি। মুম্বইয়ের তালোজা জেলই বর্তমান ঠিকানা প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তীর। সুশান্ত ইস্যুতে মাদককাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন শৌভিক ও রিয়া। শনিবার নতুন করে বিশেষ এনডিপিএস আদালতে জামিনের আর্জি জানান শৌভিক।
Showik Chakraborty, brother of Rhea Chakraborty files fresh bail application in Special NDPS Court. #Mumbai
— ANI (@ANI) November 7, 2020
মাদককাণ্ডে যুক্ত থাকার অভিযোগে এনসিবির হাতে গ্রেপ্তার হয়েছিলেন রিয়া ও শৌভিক। এর আগেও আগেও শৌভিকের জামিন খারিজ করেছে বম্বে হাইকোর্ট। মাদকচক্রে জড়িত দুই ভাই-বোনের আর্জি ম্যাজিস্ট্রেট কোর্ট এবং এনডিপিএস আদালত আগেই খারিজ করেছিল। এরপর বম্বে হাইকোর্টেও আর্জি জানিয়েছিলেন তাঁরা। ৭ অক্টোবর বম্বে হাইকোর্ট রিয়ার শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করে। কিন্তু বিচারপতি সারাং কোতওয়াল জানিয়েছিলেন, রিয়ার সরাসরি কোনও যোগ প্রমাণ না হলেও শৌভিক সেই চক্রে জড়িত রয়েছেন। তাই তাঁর জামিন খরিজ করা হয়। হাইকোর্টের তরফে বলা হয়েছিল, ‘এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে শৌভিক শুধু অনেক মাদক কারবারিদের চিনতেন, তাই নয়, তাদের সঙ্গে ওঁর যোগাযোগ ছিল। আগে তাঁদের সঙ্গে লেনদেন করেছিলেন তিনি। তাই তিনি মাদক কারবারিদের চক্রের অংশ।’ শৌভিকের ওপর আনা এনসিবির এনডিপিএস আইনের ২৭ (এ) ধারা মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট। এটি জামিন অযোগ্য ধারা এবং এই ধারায় দোষী প্রমাণিত হলে কমপক্ষে ১০ বছর কাড়াদণ্ড হতে পারে শৌভিকের।