নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে চড়চড় করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। প্রায় প্রত্যেকদিনই রেকর্ড ছাড়িয়ে দাম বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম গত নয় বছরে সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে। ২০১৩-র ফেব্রুয়ারি মাসের পর এই প্রথম অপরিশোধিত তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি ব্যারেলে ১১৮ ডলার। স্টক ও অন্য বাজারে একদিন আগেই ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম ৫.৪৩ ডলার বেড়ে প্রতি ব্যারেলে ১১৩.৪০ ডলার হয়েছিল।
রাশিয়া ও ইউক্রেন সংঘাত অব্যাহত। যার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাফিয়ে বাড়ছে। দামে লাগাম টানতে আমেরিকা সহ অন্যান্য দেশ কৌশলে ভাঁড়ার থেকে অশোধিত তেল সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তারপরও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ১১৮ মার্কিন ডলারে পৌঁছে গিয়েছে।
অশোধিত তেলের দাম বাড়ায় দেশজুড়ে ফের পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। দেশে পেট্রোল ও ডিজেলের দাম গত কয়েক মাস অপরিবর্তিত রয়েছে। ২০২১ এর ৪ নভেম্বরের পর পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল হয়নি। এদিকে দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন চলছে। ১০ মার্চ ভোটের ফল ঘোষণা করা হবে। তারপরই পেট্রোল ও ডিজেলের দাম বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের নিয়ে বিস্ফোরক দাবি রাশিয়ার