ডিজিটাল ডেস্কঃ টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত(rituparna sengupta)। শুটিং এর জেরে তাঁকে বিভিন্ন জায়গায় যেতে হয়। এরকমই শুটিং ছিল আমেদাবাদে। এবং ভোরের বিমানে আমেদাবাদে যাওয়ার কথা ছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পর ঋতুপর্ণা সেনগুপ্ত বিমানে উঠতে পারলেন না। আর তার অন্যতম কারণ হলো তিনি দেরি করে পৌঁছান। বোর্ডিংয়ের সময় ছিল ভোর ৪:৫৫ মিনিট। কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত বিমানবন্দরে পৌঁছান ৫:১০ থেকে ৫:১২ এর মধ্যে। ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, তিনি বিমানবন্দর কর্তৃপক্ষকে বহুবার অনুরোধ করেন তাঁকে যেতে দেওয়ার জন্য। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গিয়েছে বোডিং গেট। এবং তাঁকে দেখতে না পেয়ে অনেকবার তাঁকে ডাকা হয়েছে। এমনকি ফোনও করা হয়েছে। যদিও টলি অভিনেত্রী জানিয়েছেন, তাঁর কাছে বিমানবন্দর থেকে কোনো ফোন আসেনি। কার্যত ঋতুপর্ণা সেনগুপ্ত দোষারোপ করেছেন বিমান কর্তৃপক্ষের উপর। তবে আমেদাবাদের শুটিং কিভাবে সামলাবেন ঋতুপর্ণা সেনগুপ্ত, তা অবশ্য এখনো পর্যন্ত জানা যায়নি।
আরও পড়ুনঃ লতার স্মৃতি ভুলল অস্কার