চ্যাংরাবান্ধা, ১৯ ফেব্রুয়ারিঃ বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-র আপত্তিতে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্তে বন্ধ হয়ে গেল একশো দিনের প্রকল্পে নদীবাঁধ তৈরির কাজ। চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, বুধবার এই গ্রাম পঞ্চায়েতের ১৫ নম্বর সংসদ এলাকায় এই কাজ চলাকালীন হঠাত্ করে ওপার থেকে বিজিবি জওয়ানরা এনিয়ে আপত্তি তুলে কাজ বন্ধ রাখতে বলেন। এরপরেই নিরাপত্তার অভাববোধ করেন কর্মরত শ্রমিকরা। যেহেতু খোলা সীমান্ত এলাকা। দু’দেশের আন্তর্জাতিক পর্যায়ের বিষয়। তাই আতঙ্কে দ্রুত সেই কাজ ফেলে চলে আসেন তাঁরা। যার জেরেই কাজটি থমকে যায়। এনিয়ে সীমান্তে সাময়িক উত্তেজনাও ছড়ায়। ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় শ্রমিকরা। তাঁদের বক্তব্য, নিজেদের দেশেই তাঁরা কাজ করছিলেন। তা সত্বেও বিজিবির তরফে কাজ নিয়ে অন্যায়ভাবে আপত্তি করা হয়। যেটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
খবর পেয়েই এদিন ঘটনাস্থলে যান এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য সুনির্মল গুহ। তিনি বলেন, ‘বিজিবির তরফে বাধা আসাতেই এদিন একশো দিনের প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। এনিয়ে কাজ করতে আসা শ্রমিকদের মধ্যেও ব্যাপক আতঙ্ক তৈরি হয়। বিষয়টি স্থানীয় বিএসএফ কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি ব্লক প্রশাসনকেও জানিয়ে দেওয়া হয়েছে।’ বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হবে বলে জানিয়েছেন মেখলিগঞ্জ ব্লকের বিডিও সাঙ্গে ইউডেন ভুটিয়া এবং বিএসএফের উত্তরবঙ্গের ডিআইজি(জি) আর আর শর্মা।