পলাশবাড়ি: প্রতি বর্ষায় নদীর পার ভাঙে। এবারও বৃষ্টিতে পার ভাঙতে শুরু করেছে। দু’দিনের বৃষ্টিতে পাকা সেতুর মুখে মাটি ধসে বিপজ্জনক গর্ত তৈরি হওয়ায় উদ্বিগ্ন আলিপুরদুয়ার-১ ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের মরিচঝাঁপি এলাকার বাসিন্দারা। তবে ভাঙন রোধে চেষ্টা করা হবে বলে জানিয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন।
ফালাকাটা-আলিপুরদুয়ার সড়কে পলাশবাড়ি বাসস্ট্যান্ডের পাশেই জেলা পরিষদের শিলবাড়িহাট। এই বাজারের দক্ষিণ দিকে মরিচঝাঁপি এলাকা। এরপর কোচবিহার জেলার পুঁটিমারি, বক্সিরবস গ্রাম। পাশের জেলার মানুষও মরিচঝাঁপির রাস্তা দিয়ে শিলবাড়িহাটে আসেন। আর মরিচঝাঁপির মাঝ বরাবর বইছে সনজয় নদী। প্রায় ১৫ বছর আগে ওই নদীর ওপর রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের টাকায় পাকা সেতু তৈরি হয়। কিন্তু সেতুর উত্তরদিকে অ্যাপ্রোচ রোডের একাংশ ভেঙে যাচ্ছে। একেবারে সেতুর মুখে মাটি ধসে গর্ত তৈরি হয়েছে। যত বৃষ্টি হচ্ছে, ততই গর্তর বহর বাড়ছে। স্থানীয়রা জানান, সেতুর মুখে ওই গর্তের কারণে যেকোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। মরিচঝাঁপি এলাকায় সনজয় নদীর পার ভাঙন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা। এই বিষয়ে মরিচঝাঁপির পঞ্চায়েত সদস্য জীবন সরকারের বক্তব্য, সেচ দপ্তর বাঁধের জন্য মাপজোখ করেছে। নীচের মাটি ধসে গিয়ে সেতুর মুখে গর্ত তৈরি হয়েছে। একশোদিনের প্রকল্পে ওই গর্ত বুজে ফেলানোর কাজ করা হবে। পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌরভ পাল জানান, নদীর ভাঙন ও সেতুর মুখে গর্তের বিষয় খতিয়ে দেখবেন তিনি।