তুফানগঞ্জ: তুফানগঞ্জ কালীবাড়ি নিয়ন্ত্রিত বাজার পরিদর্শনে এলেন রেগুলেটেড মার্কেট কমিটি (আরএমসি)-র আধিকারিকরা। বৃহস্পতিবার নিয়ন্ত্রিত বাজার কমিটির জেলা সম্পাদক দেবাঞ্জন পালিত পরিদর্শনে এসে জানান, অভিযোগের ভিত্তিতে তাঁরা তদন্তে আসেন। ইন্টারনাল স্ক্রুটিনি হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
তুফানগঞ্জ ১ ব্লকের ধলপল-২ গ্রাম পঞ্চায়েতের কালীবাড়ি এলাকায় ১৯৮৮ সালে ৩৬ একর জমির ওপর গড়ে উঠেছিল তুফানগঞ্জ নিয়ন্ত্রিত বাজার। কিন্তু পরিকাঠামোর অভাবে দিনদিন বাজার ক্রেতাশূন্য হচ্ছে। মোট ২২৫টি স্টলের মধ্যে ৮৯টি স্টল এখনও বন্টন করা হয়নি। শুরু থেকেই অবৈধভাবে দোকান বসতে শুরু করে নিয়ন্ত্রিত বাজারের অফিসের সামনে। এপর্যন্ত ২০টি অবৈধ দোকান বসেছে। উত্তরবঙ্গ সংবাদের খবরের জেরে অবৈধ দোকানপাট ভাঙতে শুরু করেছে বলেও তুফানগঞ্জ নিয়ন্ত্রিত বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সঞ্জিত সূত্রধর জানিয়েছেন। পাশাপাশি যে দোকানগুলি বন্টন হয়নি, সেগুলি আবেদনের ভিত্তিতে দেওয়া হবে বলে আরএমসি’র আধিকারিক পরিদর্শনে এসে আশ্বাস দেন। এদিন দেবাঞ্জন পালিত সহ দু’জন পরিদর্শনে আসেন। ব্যবসায়ী সমিতির তরফে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত ডেপুটেশনও দেওয়া হয়।