রায়গঞ্জ: বিয়েবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম প্রসেনজিৎ সিংহ। বাড়ি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার শ্রীপল্লি এলাকায়। একটি বেসরকারি কোম্পানিতে ম্যানেজার পদে কর্মরত ছিলেন ওই ব্যক্তি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার বাড়ি থেকে বাইকে করে রায়গঞ্জের(Raiganj) পানিশালা এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন ওই ব্যক্তি। ডালখোলা থানার রানীপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে পেছনদিক থেকে আসা একটি ছোট গাড়ি ধাক্কা মারে। স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় এদিন তাঁর মৃত্যু হয়। রায়গঞ্জ মেডিকেল মর্গে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।