ময়নাগুড়ি, ১৭ জুনঃ যাত্রীবাহী বাস উলটে জখম হলেন ১১ জন যাত্রী। রবিবার সকাল ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ধূপগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কে বিডিও অফিসের সামনে। বাসটি বীরপাড়া থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। যাত্রীরা জানান, একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উলটে যায় বাসটি। বাসের চালক ও খালাসি পলাতক।
পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসার পর সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে। চালক ও খালাসির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
- Advertisement -
তথ্য ও ছবিঃ বাণীব্রত চক্রবর্তী