বর্ধমান, ১ অক্টোবরঃ ট্রাকের ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহী এক মহিলার। ঘটনায় গুরুতর জখম হয়েছেন মহিলার স্বামী। মঙ্গলবার ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর জামালপুর মোড় এলাকায় এসটিকেকে রোডে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম কুঞ্জবালা দাস (৪৫)। জখম ব্যক্তির নাম গণেশ দাস। হতাহতদের বাড়ি পূর্বস্থলী থানার ধরমপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুজোর কেনাকাটা সারতে ওই দম্পতি এদিন বাইকে করে বেরিয়েছিলেন। জামালপুর মোড়ে একটি ট্রাক পিছন দিক থেকে এসে তাঁদের বাইকে সজোরে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়েন ওই দম্পতি। রক্তাক্ত অবস্থায় দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কুঞ্জবালা দাসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় মৃতার স্বামী গণেশ দাস প্রতাপনগর হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।