মুর্শিদাবাদ, ৯ জুনঃ লরির ধাক্কায় মৃত্যু হল দুই মাছ ব্যবসায়ীর। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের মোড়গ্রামে ৩৪ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, মৃতেরা হলেন নাজিবুর শেখ এবং মিলন কুমার মন্ডল। দুজনের বাড়ি সাগরদিঘির বেলসন্ডা গ্রামে।
এদিন সকালে মাছ বিক্রি করার জন্য মোটর চালিত ভ্যানে করে তাঁরা গ্রামের পুকুর থেকে লোহাপুর বাজারে যাচ্ছিলেন। সেইসময় মোড়গ্রাম ব্রীজের কাছে বহরমপুরগামী একটি লরি তাঁদের পেছন থেকে ধাক্কা মারলে তাঁরা দুজনেই ভ্যান থেকে ছিটকে পড়েন। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঘাতক লরিটি পলাতক। ঘটনার তদন্ত করছে পুলিশ।
- Advertisement -
সংবাদদাতাঃ মিঠুন হালদার