রাজগঞ্জ, ৯ জানুয়ারিঃ চারদিন থেকে অবস্থান বিক্ষোভ চলার পর বৃহস্পতিবার সরকারি প্রকল্পের জন্য জমিদাতারা চাকরীর দাবিতে ‘ভোরের আলো’ এর প্রবেশপথ এবং আমবাড়ি-গজলডোবা পাকা রাস্তা অবরোধ করলেন। জলপাইগুড়ি জেলা ল্যান্ডলুজার কমিটির সদস্যরা সোমবার থেকে রাজগঞ্জের গেটবাজারে অবস্থান চালিয়ে যাচ্ছেন। এদিন তাঁরা দাবি পূরণের লক্ষ্যে পথ অবরোধে শামিল হন। এই অবরোধের জেরে গজলডোবা হয়ে ডুয়ার্সে যাতায়াতকারী যানবহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পাশাপাশি ‘ভোরের আলো’তে যানবাহন প্রবেশও থমকে গিয়েছে। খবর পেয়ে মিলনপল্লী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। তবে, এক ঘণ্টার মধ্যে পদস্থ আধিকারিক এসে আন্দোলনকারীদের দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি না দিলে, ফের রাস্তা অবরোধ করা হবে বলে, আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন।
বিয়ের চাপ দেওয়া আত্মহত্যার চেষ্টা যুবকের
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনও পক্ষই লিখিতভাবে অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
Read more