রতুয়া: বেহাল রাজ্য সড়ক সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। শনিবার সকালে প্রায় দু’ঘণ্টা রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রতুয়ার তারা মোড় থেকে চেকপোস্ট পর্যন্ত রতুয়া বাহারাল রাজ্য সড়কের প্রায় ৩০০ মিটার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। ওই রাস্তা হয়ে প্রতিনিয়ত প্রায় কয়েক লক্ষ মানুষের যাতায়াত। হামেশাই দুর্ঘটনার কবলে পড়তে হয় পথচলতি মানুষকে। অল্প বৃষ্টি হলেই রাস্তার উপরে জল জমে যায়। বারবার প্রশাসন ও এলাকার বিধায়ককে জানিয়েও কাজ না হওয়ায় এদিন রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। খবর শুনে ঘটনাস্থলে যান রতুয়া থানার আইসি সুবীর কর্মকার ও রতুয়া-১ ব্লকের বিডিও রাকেশ টোপ্পো। অবশেষে ব্লক ও পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তাঁরা।
আরও পড়ুন : ইংরেজবাজারে টোটোচালককে খুনের অভিযোগ