রায়গঞ্জ: কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন অব ইন্ডিয়ার আহ্বানে সারা দেশের সঙ্গে উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলাজুড়ে সারা ভারত নির্মাণ কর্মী দাবি দিবস পালিত হল। জেলা সাতটি ব্লকে এই কর্মসূচি পালন করা হয়। জেলা কেন্দ্র রায়গঞ্জ শহরে শ্রমিক সমাবেশ করে পথসভা অনুষ্ঠিত হয়। পরে ইট,বালি ও পাথরের জোগান স্বাভাবিক করার দাবিতে পথ অবরোধ করেন শ্রমিকেরা। এদিনের পথসভায় বক্তব্য রাখেন জেলা সম্পাদক বিপ্লব সেনগুপ্ত, ব্লক সম্পাদক রবি বর্মন ও অন্যান্য নেতৃবৃন্দ। জেলায় ও রাজ্যজুড়ে বালি সরবরাহ বন্ধ থাকার প্রতিবাদে ও কালোবাজারির বিরুদ্ধে এবং ইট উৎপাদনে প্রশাসনিক জটিলতা দূর করার দাবিতে ও সমস্ত রকমের নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি রোধে প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে শহরের রাজপথ অবরোধ করা হয়। কয়েক শত নির্মাণ শ্রমিক এতে অংশগ্রহণ করেন। সমস্যা সমাধানে সরকার ভূমিকা না নিলে বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানিয়েছেন জেলা সম্পাদক বিপ্লব সেনগুপ্ত। সারা ভারত দাবি দিবসে জেলাজুড়ে শ্রমিকদের দাবি ব্যাজ পরানো হয়। শ্রমিক সংগঠনের তরফে দাবি দিবস পালন করা হয়।
দাবিগুলো হল, নয়া শ্রম কোড তৈরি করে কেন্দ্রীয় সরকার নির্মাণ শ্রমিকদের সামাজিক সুরক্ষা আইন বাতিল করেছে তা পুনরায় ফিরিয়ে আনা, রাজ্য সরকার নির্মাণ শ্রমিক কল্যাণ পর্ষদের টাকা অন্য খাতে ব্যয় করে শ্রমিকদের বঞ্চিত করছে তা অবিলম্বে বন্ধ করে শ্রমিকদের সমস্ত বকেয়া পরিশোধ করা, কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকে নির্মাণ শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি ৮০০টাকা ঘোষণা, নয়া শ্রম কোড বাতিল, নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি রোধে সরকারের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ।
আরও পড়ুন : দশ বছর বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলেছে বালুরঘাটের রবীন্দ্র ভবন