দেওয়ানহাট: ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সোমবার পথ অবরোধ করল বাসিন্দারা। সপ্তাহখানেক আগে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে ঘুঘুমারি রেলগেট সংলগ্ন এলাকায়। ঘটনায় স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হলেও এ যাবৎ পুলিশ কোনও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ নির্যাতিতার নিকটাত্মীয় ও স্থানীয় বাসিন্দাদের। এদিন সকালে কোচবিহার-মাথাভাঙ্গা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পথ অবরোধের জেরে কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়কে প্রচুর যানবাহন আটকে পড়ে। যানজটের সৃষ্টি হয়। তবে কিছুক্ষণের মধ্যেই কোতোয়ালি থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। অবরোধ তুলে দেওয়াকে কেন্দ্র উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এলাকায়।
গণধর্ষণের শিকার তিন বছরের শিশু, অভিযুক্তরা গ্রেপ্তার পুলিশের হাতে
ডিজিটাল ডেস্ক : নির্যাতনের চরম নিদর্শন পাওয়া গেল দিল্লিতে(Delhi)। তিন বছরের শিশুও নিস্তার পেল না লালসা চরিতার্থ করার হাত থেকে।...
Read more