দেওয়ানহাট: ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সোমবার পথ অবরোধ করল বাসিন্দারা। সপ্তাহখানেক আগে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে ঘুঘুমারি রেলগেট সংলগ্ন এলাকায়। ঘটনায় স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হলেও এ যাবৎ পুলিশ কোনও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ নির্যাতিতার নিকটাত্মীয় ও স্থানীয় বাসিন্দাদের। এদিন সকালে কোচবিহার-মাথাভাঙ্গা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পথ অবরোধের জেরে কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়কে প্রচুর যানবাহন আটকে পড়ে। যানজটের সৃষ্টি হয়। তবে কিছুক্ষণের মধ্যেই কোতোয়ালি থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। অবরোধ তুলে দেওয়াকে কেন্দ্র উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এলাকায়।
দাদার বিরুদ্ধে ভাইকে খুনের অভিযোগ
ভাইকে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পুণ্ডিবাড়ি থানার অন্তর্গত বড়রাংরস গ্ৰাম পঞ্চায়েতের হাতিধুরা এলাকায়।
Read more