উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: বছর ১৬-র এক কিশোরীকে ধর্ষণ ও খুনের অভিযোগে দোষীর ফাঁসির দাবিতে বুধবার মিছিলে পা মেলালেন হাজার হাজার মানুষ। অন্যদিকে, এদিন দুপুরে ৩১ নম্বর জাতীয় সড়কের ওদলাবাড়ি চৌরাস্তার মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। পরে মাল থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও বিক্ষোভকারীদের মন্তব্য, দাবি পূরণ না হলে আগামীতে তাঁরা রেল অবরোধে শামিল হবেন।
জানা গিয়েছে, গত ২৫ জানুয়ারি বিয়ে বাড়ির অনুষ্ঠান চলাকালীন আচমকাই নিখোঁজ হয় ওই কিশোরী। বিভিন্ন জায়গায় খোঁজ খবর করা হলেও কোনও হদিস মেলেনি। অবশেষে ২৭ তারিখ ওদলাবাড়ি রেল স্টেশনের অদূরে রেল লাইন থেকে ওই কিশোরীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এরপরই পরিবারের তরফে অভিযোগ ওঠে ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করে রেল লাইনে ফেলে দেওয়া হয়েছিল। ঘটনায় নিউ মাল রেল পুলিশে অভিযোগ জানানো হয় কিশোরীর পরিবারের তরফে।
নিউ মাল জিআরপি-র ওসি শংকর ভট্টাচার্য জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত অভিযুক্ত রিমান্ডে রয়েছে। আগামীকাল রিমান্ড শেষ হবে। ঘটনার তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।