চাঁচল: নির্মাণের মাত্র ১৫ দিনের মধ্যেই ভেঙে পড়ল পথশ্রী প্রকল্পে নির্মিত ঢালাই রাস্তা। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজের অভিযোগ তুলে এলাকাবাসী পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। রাস্তায় বাঁশের ব্যারিকেড দিয়ে ফেস্টুন, ব্যানার নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন শতাধিক গ্রামবাসী। সোমবার চাঁচল-১ ব্লকের মহানন্দপুর পঞ্চায়েতের স্বরূপগঞ্জ বাসস্ট্যান্ডে পথ অবরোধের ঘটনাটি ঘটেছে। এদিন সকাল ১০টায় অবরোধ শুরু হয়।
বিক্ষোভে সামিল এলাকার বাসিন্দা আসাদুল হক জানিয়েছেন, পথশ্রী প্রকল্পে মালদা জেলা পরিষদের বরাদ্দকৃত সাড়ে ৯ লক্ষ টাকায় স্বরূপগঞ্জ কালভার্ট থেকে মল্লিকপাড়া কবরস্থান পর্যন্ত প্রায় ২৫০ মিটার ঢালাই রাস্তা নির্মিত হয়। রাস্তাটি নির্মাণ হওয়ার ১৫ দিনের মধ্যেই রাস্তাটির কিছু জায়গা ভেঙে পড়তে শুরু করেছে। এনিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে বাসিন্দাদের মধ্যে। তাই রাস্তাটি পুণরায় নির্মাণের দাবিতে এদিন পথ অবরোধে সামিল হন শতাধিক এলাকাবাসী।
বিক্ষোভে সামিল এলাকার আরও এক বাসিন্দা মানজারুল হক সাফ বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে। তা না হলে এতো তাড়াতাড়ি রাস্তা ভাঙার কথা নয়। মুন্না সরকার নামে এক বাসিন্দা বলেন, রাস্তাটি দিয়ে চাঁচলের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ১৫/২০টি গ্রামের মানুষ এবং পার্শ্ববর্তী রাজ্যের আবাদপুর থানা এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন হাট, বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্যাংক, পোস্ট অফিস, পঞ্চায়েত, স্বাস্থকেন্দ্রে যাতায়ত করে থাকেন। এনিয়ে সবার মধ্যেই ক্ষোভ বাড়ছে।
মহানন্দপুর পঞ্চায়েতের প্রধান গোপাল চৌধুরি বলেন, রাস্তাটা যেহেতু জেলা পরিষদ করেছে তাই এব্যাপারে আমার কিছুই বলার নেই। স্থানীয় জেলা পরিষদ সদস্য বন্দনা সরকার বলেন, অভিযোগ ঠিক নয়। রাস্তাটি ঠিকঠাক ভাবে নির্মাণ করা হয়েছে। স্থানীয় কিছু লোক গায়ের জোরে কাঁচা রাস্তার ওপর দিয়ে যাতায়াত করায় রাস্তার কিছু অংশ ভেঙে পড়েছে। ভেঙে যাওয়া অংশ মেরামত করা হবে।