সিতাই: সীমান্তে রাস্তার কাজের সূচনা করলেন বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। সিতাই ব্লকের অন্তর্গত ব্রহ্মোত্তরচাতরা গ্রাম পঞ্চায়েতের অন্দরান সিঙ্গিমারি এলাকায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই রাস্তার কাজের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিত্রা বর্মন, সিতাই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রঞ্জিত কুমার বর্মন প্রমুখ।
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সিতাইয়ের ব্রহ্মোত্তরচাতরা গ্রাম পঞ্চায়েতের অন্দরান সিঙ্গিমারি এলাকায় কাঁচা রাস্তা দিয়ে বাসিন্দারা যাতায়াত করতেন। বিশেষ করে বর্ষাকালে জলকাদায় বেহাল হয়ে যেত সেই রাস্তা। যার জেরে বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হত। দীর্ঘদিন ধরে বাসিন্দারা প্রশাসনের কাছে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে গ্রাম পঞ্চায়েতের তরফে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।
গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় কংক্রিটের রাস্তা তৈরির কাজের এদিন সূচনা করা হয়। কাজের জন্য ব্যয় বরাদ্দ হয়েছে ১১ লক্ষ টাকা। রাস্তার কাজ শেষ হলে এলাকার বাসিন্দাদের যাতায়াত সমস্যার সমাধান হবে।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গজুড়ে রবি স্মরণ