মানিকগঞ্জ, ৬ ফেব্রুয়ারিঃ সীমান্তবর্তী গ্রামের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে নতুন পাকা রাস্তা নির্মাণের উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা পরিষদ। বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের চরকডাঙ্গা রাজ্য সড়ক থেকে ফকিরপাড়া, মোহন্ত পাড়া, ধরধরা পাড়া হয়ে দইখাতা পর্যন্ত প্রায় নয় কিলোমিটার রাস্তার নির্মাণ কাজের সূচনা করা হয়। এদিন ফিতে কেটে নির্মাণ কাজের সূচনা করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য বিধানচন্দ্র রায়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেবশ্রী রায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তরুণ রায়, গ্রাম পঞ্চায়েত সদস্য অন্নকান্ত দাস, জয়াটিগ্গা ভগত প্রমুখ। জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য বিধান চন্দ্ররায় জানান, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অন্তর্গত ৫ কোটি ৫৮ লক্ষ টাকা ব্যয়ে নয় কিলোমিটার দীর্ঘ রাস্তাটি নির্মাণ করা হবে। চলতি বছর অক্টোবর মাসে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
আদানি প্রসঙ্গে ‘নীরব’ মোদি, ‘যত কাদা ছুড়বেন, ততই পদ্ম ফুটবে‘, পালটা কটাক্ষ বিরোধীদের
নয়াদিল্লি: লোকসভার পর বৃহস্পতিবার রাজ্যসভার ভাষণেও আদানি প্রসঙ্গ এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘আদানি’ বিতর্কের মধ্যেই তিনি এদিন কংগ্রেস সহ...
Read more