হলদিবাড়ি: বাংলাদেশ সীমান্তবর্তী হেমকুমারী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উপলক্ষ্যে ৫ ও ৩ কিমি পুরুষ ও মহিলাদের রোড রেস হল হলদিবাড়িতে। প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক করিমুল হক ও রাজ্যস্তরের কিকবক্সার জুয়েল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাসিস্টেন্ট হেডটিচার প্রদীপ রায়, হলদিবাড়ি থানার আইসি দাওগে গ্যাৎসো ভুটিয়া, হীরক জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ভবেশ রায়, সহ সভাপতি রাজীব সরকার প্রমুখ।
সিঞ্জারহাট বাজার চত্বর থেকে হেমকুমারী হাইস্কুল পর্যন্ত পুরুষদের ৫ কিমি দৌড় প্রতিযোগিতায় প্রথম হয় অর্ঘ্যদেব রায়। দ্বিতীয় কেশব রায় ও তৃতীয় হয় শুভ রায়। অন্যদিকে, পাটোয়ারী পাড়া প্রাথমিক স্কুল থেকে হেমকুমারী হাইস্কুল পর্যন্ত ৩ কিলোমিটার মেয়েদের দৌড় প্রতিযোগিতায় প্রথম হয় সাবিনা সরকার। দ্বিতীয় মৌসুমী রায় ও তৃতীয় রুমানা সরকার।