হলদিবাড়ি: পুর নাগরিকদের দীর্ঘদিনের দাবি মেনে রাস্তার সংস্কার কাজ শুরু হল। শনিবার হলদিবাড়ি পুরসভার ছয় নম্বর ওয়ার্ড এলাকার প্রায় ৮০০ মিটার গুরুত্বপূর্ণ মূল পাকা রাস্তার কাজের সূচনা করলেন রাজ্যের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী। জানা গিয়েছে, প্রায় ৪৩ লক্ষ ৩৪ হাজার টাকা ব্যয়ে এই রাস্তা সংস্কার হচ্ছে। এদিন উপস্থিত ছিলেন পুরসভার কার্যনির্বাহী আধিকারিক চারুচন্দ্র বর্মন, পুরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস, পুরসভার কর্মী পার্থপ্রতিম ধর, ওয়ার্ড কাউন্সিলার বিশ্বজিৎ সরকার সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
শহরের মেলার মাঠ এলাকা থেকে পাবনা কলোনি যাওয়ার রাস্তাটি দীর্ঘ দেড় দশক ধরে বেহাল। এলাকায় প্রবেশের মূল রাস্তা বেহাল থাকায় সমস্যায় পড়তে হত নিত্যযাত্রী, পড়ুয়া সহ সকলকে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রাস্তা সংস্কারের। সেই দাবিকে মান্যতা দিয়েই এদিন রাস্তার কাজ শুরু হল।
আরও পড়ুনঃ বাজেয়াপ্ত চোলাই মদ, গ্রেপ্তার ২