চালসা: অবশেষে এলাকার মানুষের দাবি মেনে মেটেলি (Meteli) ব্লকের গরুমারা অভয়ারণ্য সংলগ্ন দক্ষিণ ধূপঝোরার কায়েতপাড়া এলাকায় কংক্রিটের নতুন রাস্তার কাজের সূচনা হল। মাটিয়ালি পঞ্চয়েত সমিতির তরফে ১০০ মিটারেরও বেশি ওই রাস্তার কাজ করা হবে। মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সদস্যা সাইরা বানু জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ওই রাস্তার কাজ করা। অবশেষে মাটিয়ালি পঞ্চায়েত সমিতির তরফে ওই রাস্তার কাজ করা হচ্ছে। মঙ্গলবার পূজার্চনা ও ফিতে কেটে কাজের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য গঙ্গাদেব রায়, সমাজসেবী রেজাউল বাকি সহ অন্যান্যরা।
আরও পড়ুন : চা বাগানের শিশুদের সুরক্ষায় জোর ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের