লস অ্যাঞ্জেলেস: ফেসবুকের বিরুদ্ধে মামলা দায়ের করলেন রোহিঙ্গারা। বিদ্বেষ ও ভুয়ো তথ্য ছড়ানোর মাধ্যমে মায়ানমারে রোহিঙ্গা-গণহত্যায় মদত দেওয়ার অভিযোগ উঠছে ফেসবুকের বিরুদ্ধে। এই অভিযোগে সোমবার রোহিঙ্গা শরণার্থীরা যুক্তরাষ্ট্রের আদালতে ফেসবুকের মূল সংস্থা ‘মেটা প্ল্যাটফর্মস’-এর বিরুদ্ধে ১৫০ বিলিয়ন মার্কিন ডলারের মামলা করেছেন। সংস্থার লন্ডনের দপ্তরেও আইনি নোটিশ পাঠানো হয়েছে। তবে মামলার বিষয়ে ফেসবুকের তরফে এখনও কিছু জানানো হয়নি।
রোহিঙ্গারা মায়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা। অভিযোগ, বহু বছর তাঁদের ওপর অত্যাচার চালিয়েছে সেনাবাহিনী। এরপর ২০১৭-এর অগাস্টে শুরু হয় গণহত্যা। অভিযোগ, সেই সময় রোহিঙ্গা-বিরোধী অসংখ্য বিদ্বেষ ও বিভ্রান্তিমূলক পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছিল। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ তখন বিষয়টিকে কোনও গুরুত্ব দেয়নি, পদক্ষেপও করেনি। বিভিন্ন মানবাধিকার সংগঠনের তরফেও বিদ্বেষমূলক পোস্ট মুছে ফেলার জন্য ফেসবুককে অনুরোধ করা হয়েছিল। যদিও মার্ক জুকারবার্গের সংস্থা তাতে কান দেয়নি। গণহত্যার হাত থেকে বাঁচতে মায়ানমার ছেড়ে বাংলাদেশে পালিয়েছিলেন ৭ লক্ষ ৩০ হাজার রোহিঙ্গা।