ডিজিটাল ডেস্কঃ আজ থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আর এই অধিবেশনে যোগ দিতে দিল্লি হাজির হয়েছেন রাজ্যের প্রায় সব সাংসদ। প্রসঙ্গত, দিল্লিতে রয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। সংসদ অধিবেশনের শুরুর দিন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসলেন তাঁর দলের সাংসদদের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ সৌগত রায়ের দিল্লির বাড়িতে এই বৈঠকে বসেছিলেন তৃণমূলের প্রায় সব সাংসদদের নিয়ে।
বরাবরের মতন মুখ্যমন্ত্রী এবারেও সাংসদদের নিয়ে বৈঠকে শীতকালীন অধিবেশনে সংসদে সাংসদদের ভূমিকা ঠিক কী হবে সে ব্যাপারে আলোকপাত করলেন। এদিন বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানালেন, শুধু রাজ্যের ইস্যুতে নয়, জাতীয় ইস্যুতেও কিন্তু সংসদে সরব হতে হবে তৃণমূল সাংসদদের। একইসাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টিপস দিয়েছেন তাঁর দলের সাংসদদের। তিনি বলেন, মাথা ঠান্ডা করে কড়া ভাষায় আক্রমণ করতে হবে। প্রসঙ্গত, শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় সরকার ১৬ টি বিল নিয়ে আসছে। আর সেই প্রসঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের বলেন, “১৬টি বিল আসছে-বিদ্যুৎ বিল, সমবায় বিল, তথ্য সংরক্ষণ বিল। অনেকগুলি বিপজ্জনক বিল রয়েছে।
তাতে এমন অনেকগুলি বিল রয়েছে যাতে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। রাজ্যের গণতান্ত্রিক অধিকার, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে খর্ব করার চেষ্টা চলছে। আজকের বৈঠকে এনিয়ে সাংসদদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।” প্রসঙ্গত আজকের বৈঠকে উপস্থিত ছিলেন না ঘাটালের সাংসদ দেব। ছবির শুটিংয়ের জন্য ব্যস্ত আছেন তিনি বলে জানা গিয়েছে। পাশাপাশি এদিনের বৈঠকে ডাকা হয়নি সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকেও। মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় পরামর্শ কিভাবে সংসদরা কাজে লাগাবেন, তা অবশ্য স্পষ্ট হবে অধিবেশন চলাকালীন।
আরও পড়ুনঃ ছোট গাড়ি-লরি সংঘর্ষে মৃত ৬, জখম ৫