মেখলিগঞ্জ: মিড-ডে মিলে পচা আলু দেওয়া হচ্ছে এমন অভিযোগ গত কয়েকদিন থেকে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের বিভিন্ন স্কুল পড়ুয়াদের অভিভাবকদের তরফে উঠে আসছে। শুধু অভিযোগ ওঠাই নয় বেশ কয়েকটি জায়গায় এই আলু বিতরণ করতে গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের অভিভাবকদের বিক্ষোভের মুখেও পড়তে হচ্ছে। প্রশাসন সূত্রেই জানা গিয়েছে, বর্তমানে বিভিন্ন স্কুলগুলিতে মিড-ডে মিলের চাল, ডাল, চিনি, সাবান ও আলু বিতরণের কাজ চলছে। এর মধ্যে আলুর মান নিয়েই প্রশ্ন উঠেছে। পচা আলু নিয়ে সমস্যা হচ্ছে বলে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই ব্লক প্রশাসন এবং অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরেও অভিযোগ জানানো হলেও সমস্যা মেটেনি। অন্যান্য সামগ্রী নেওয়ার জন্য পড়ুয়াদের অভিভাবকরা বিদ্যালয়ে আসছেন কিন্তু আলুর মান খারাপ থাকায় এ নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরা। এ প্রসঙ্গে সোমবার মেখলিগঞ্জ ব্লকের বিডিও অরুণ কুমার সামন্ত জানান, মিড-ডে মিলের আলুর মান খারাপ অভিযোগ আসার পরেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আলুর মান খারাপ থাকলে কিংবা পচা থাকলে সংশ্লিষ্ট সরবরাহকারীদের সেই আলু বদলে দিতে বলা হয়েছে।
জানা গিয়েছে, বিভিন্ন স্কুলগুলিতে প্রশাসনের তরফে রেশন ডিলার মারফত আলু পৌঁছে দেওয়া হয়ে থাকে। বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন শাসক দলের শিক্ষক সংগঠন তথা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মেখলিগঞ্জ সার্কেলের নেতারাও। সংগঠনের মেখলিগঞ্জ সার্কেলের সভাপতি গৌতম বর্মন বলেন, ‘পচা আলু দেওয়া মোটেই ঠিক নয়। বিষয়টি নিয়ে সংগঠনের তরফে এলাকার বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী এবং সংগঠনের জেলা সভাপতি সুব্রত নাহারও দৃষ্টি আকর্ষণ করা হবে।‘
আরও পড়ুন : করোনা আক্রান্ত শিক্ষক, এক সপ্তাহের জন্য বন্ধ বিদ্যালয়ের যাবতীয় কাজকর্ম