ডিজিটাল ডেস্ক: বহু প্রতীক্ষার পর বিগ বাজেটের ছবি ‘আরআরআর’(RRR) এবার মুক্তি পেতে চলেছে। মাঝে আর মাত্র দু’দিন। কিন্তু তার মধ্যেই আরআরআর ছবির পরিচালক রাজামৌলির অস্বস্তি বেড়ে গেল। জানা গিয়েছে, কর্ণাটকে ছবি রিলিজের ৪৮ ঘন্টা আগে ‘আরআরআর’ ছবিটি বয়কটের ডাক দিয়েছেন সিনেপ্রেমীরা। কারণ খুঁজতে গিয়ে জানা যাচ্ছে, কর্ণাটকে এবার ‘আরআরআর’ সিনেমার কান্নাড়া ভার্সনের থেকে বেশি তেলুগু ভার্সন মুক্তি পাচ্ছে। প্রসঙ্গত, ব্যবসার দিক থেকে কিন্তু কান্নাড়া ভার্সন বেশ কিছুটা পিছিয়ে কর্ণাটকে(Karnataka)। তাই আগের বারের থেকে শিক্ষা নিয়ে এবার কর্ণাটক হল মালিকরা ‘আরআরআর’ এর কান্নাড়া ভার্সন নিয়ে বেশি উৎসাহ দেখাননি। যথারীতি সেই অনুযায়ী হলও পাওয়া যায়নি। আর তাতেই ক্ষুব্ধ হয়েছেন দর্শকরা। আন্ধ্রা বক্সঅফিসের আধিকারিক দীপক জানিয়েছেন, কর্ণাটকের মানুষরা তেলুগু ভাষা বোঝেন। তাই তেলেগু সিনেমা দেখতে তাঁদের অসুবিধা হওয়ার কথা নয়। যদিও এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি ‘আরআরআর’ ছবির পরিচালক কিংবা অভিনেতারা। আপাতত এই জটিলতার কিভাবে সমাধান হয়, সেদিকে নজর থাকছে সিনে বিশেষজ্ঞদের।
দলিত কর্মী, তাই স্কুলে যাচ্ছে না ‘উঁচু জাতের’ ছাত্র-ছাত্রীরা
ডিজিটাল ডেস্কঃ আমাদের দেশে জাতপাত যে আজও একটা বড় ইস্যু তা প্রকাশ্যে এল কর্ণাটকের বিদর ডিস্ট্রিকের একটি ঘটনায়। জানা গিয়েছে,...
Read more