ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে এস এস রাজামৌলির ‘আরআরআর’। এবং জানা যাচ্ছে, প্রথম দিনেই রেকর্ড ব্যবসা করল এই ছবি। এতদিন পর্যন্ত প্রথমদিনে আয়ের নিরিখে শীর্ষে ছিল রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’। কিন্তু ‘বাহুবলী’র সেই রেকর্ড অনায়াসে টপকে গেল ‘আরআরআর’। ‘বাহুবলী’র প্রথম দিনের আয় হয়েছিল ২২৪ কোটি টাকা। সেখানে ‘আরআরআর’ প্রথম দিনেই দেশ-বিদেশ মিলিয়ে ২৫৭ কোটি টাকা আয় করেছে। কার্যত কমারাস ভীমা এবং আলুরি সীতারামা রাজু নামক দুই বীর যোদ্ধাকে নিয়ে তৈরি করেছেন রাজামৌলি ইতিহাস নির্ভর ছবি ‘আরআরআর’। আর এই দুই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দুই তেলেগু সুপারস্টার জুনিয়র এনটিআর এবং রাম চরণ। এই ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট, অজয় দেবগণ সহ অনেকেই। ছবি তৈরিতে খরচ হয়েছে মোট ৪৫০ কোটি টাকা। ‘আরআরআর’ ট্রেলারের দিন থেকেই দর্শকের মন জয় করে নিয়েছিল। আর ছবি মুক্তিতে দর্শকদের ভালবাসা উপচে পড়েছে। অতএব লক্ষ্মীলাভ ঠেকায় কে!
সৃজিতের ছবিতে মিতালি রাজের ভূমিকায় তাপসী পান্নু, প্রকাশ্যে ট্রেলার
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের ক্রিকেট তারকা মিতালি রাজ (Mithali Raj) হয়ে উঠেছেন তাপসী পান্নু। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘সাবাস মিতু’...
Read more