কলকাতা: শুক্রবার আর এস পি র কেন্দ্রীয় নেতা মনোজ ভট্টাচার্য এক প্রেস বিবৃতিতে জানান যে তারা এককভাবে ও কেন্দ্রীয়স্তরে ৫ টি বামপন্থী দলের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে অনেকদিন আগে থেকেই ব্যাপক সংখ্যায় কোভিড-১৯ সংক্রমণ এর পরীক্ষার দাবি তুলেছিলেন।
গত ৭ এপ্রিল নবান্নে মখ্যমন্ত্রীর সঙ্গে বামফ্রন্ট নেতৃত্বের আলোচনা এই প্রসঙ্গটি বিশেষ জোর দেওয়া হয়েছিল। এছাড়া কলকাতা ও কল্যাণী শহরে যে একাধিক উন্নতমানের কেন্দ্রীয় সরকারের (lCMR) laboratory আছে, সেগুলিতে এই পরীক্ষা lCMR অনুমোদন করেছে৷ তবুও রাজ্য সরকারের উদ্যোগ ছাড়া কিছুই হবে না।
সারা দেশে এখনও পর্যন্ত ব্যাপক সংখ্যায় পরীক্ষার মাধ্যমে করোনা সংক্রমণের প্রকৃত চিত্রটি গোপন করার কোনও বিজ্ঞান সম্মত যুক্তি নেই। এর ফলে আগামীদিনে সমস্যা আরও জটিল ও ব্যাপক হবে বলে মনে করছেন তারা। সেই কারণেই তারা জনগণকে দেশ ও রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করে এ বিষয়ে যত্নবান হতে চেষ্টা করার আহ্বান জানান তিনি।