হাসিমারা: কালচিনি ব্লকের বন্ধ মধু বাগান দ্রুত খুলছে বলে সম্প্রতি শ্রম দপ্তর ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে দলে ফিরতে শুরু করেছেন আরএসপির শ্রমিক নেতারা। রবিবার তৃণমূল ছেড়ে আরএসপিতে যোগ দিলেন পর্বত ছেত্রী, জতন দে, প্রতাপ মিঞ্জরা সহ আরও অনেকে। আরএসপির পুরানো হাসিমারার কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন সংগঠনের ডুয়ার্স চা বাগান মজদুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি গোপাল প্রধান, সম্পাদক জন ফিলিপ খালকো, কেন্দ্রীয় কমিটির সদস্য পূর্ণমন রাই। গোপাল প্রধান বলেন, ‘বাগানটি দীর্ঘ দিন ধরে বন্ধ থাকায় ওই শ্রমিক সংগঠনের কোনও কমিটি ছিল না। শুনেছি বাগান দ্রুত খুলছে। এই পরিস্থিতিতে পুরোনো সমর্থকরা দলে ফিরে আসায় বাগানে ফের সক্রিয়ভাবে কাজ করবেন শ্রমিক নেতারা।’ সংগঠনের সম্পাদক জন ফিলিপ খালকো বলেন, ‘আমাদের সংগঠন ফের চা বলয়ে শক্তিশালী হচ্ছে এটা শ্রমিকদের জন্য ভালো।’
পুরোনো দলে ফিরে শ্রমিক নেতা পর্বত ছেত্রী বলেন, ‘যে আশা নিয়ে আমরা আরএসপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে ছিলাম তা পূরণ হয়নি। শ্রমিকদের সমস্যার সমাধান হচ্ছিল না। তাই আবার আরএসপিতে ফিরে এলাম।’ তিনি পর্বত ছেত্রী ছাড়াও বাগানের নেতা জতন দে, প্রতাপ মিঞ্জরা তাঁদের অনুগামীদের নিয়ে আরএসপিতে যোগ দিয়েছেন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ধ্রুব থাপা, কালু লামা প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।