চোপড়া: অন্ধ্রপ্রদেশ থেকে গুয়াহাটি যাবার পথে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল মাছ বোঝাই ট্রাক। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ির একাংশ। পাশাপাশি আহত হয়েছেন একই পরিবারের তিন জন। ঘটনাটি ঘটেছে চোপড়া গ্রাম পঞ্চায়েতের রাঙাগছ এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে।
এলাকার বাসিন্দা উজ্জ্বল সরকার জানান, এদিন তাঁরা ঘুমিয়ে ছিলেন। সেই সময়ই হঠাৎ আওয়াজ শুনতে পান তারা। ঘুম ভাঙলে দেখেন ঘরের জিনিসপত্র ভেঙে পড়তে শুরু করেছে। ঘটনায় আহত হয়েছে তাঁর পরিবারেরই তিন জন। আহতদের বাড়িতেই প্রাথমিক চিকিৎসা করা হয়।
গাড়ির চালক এস দূর্গাসওরা জানান, অন্য একটি গাড়ি ওভারটেক করে সামনে বেরিয়ে যাওয়ার চেষ্টা করায় সেই গাড়িটিকে সাইড দিতে গিয়েই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়ে যায়। তবে চালক ও খালাসী উভয়েই সুস্থ রয়েছেন। গাড়িটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে চোপড়া থানার পুলিশের তরফে।