কলকাতা: কোভিডের কবলে পড়েছিলেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ভর্তি ছিলেন হাসপাতালেও। অসুস্থতার কারণে এতদিন কোনও প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেননি তিনি। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।
- Advertisement -
শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী জানিয়েছেন, ২১ দিন আগে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। ভর্তি ছিলেন মুম্বইয়ের একটি হাসপাতালেও। তাঁর মায়ের রিপোর্ট নেগেটিভ এসেছে ও তিনি সুস্থ রয়েছেন। রুক্মিণী অসুস্থতার কারণে কোনও প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেননি। কিন্তু এখন তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে ও ১৪ দিন কোয়ারান্টিনে থাকার পর তিনি সুস্থ। খুব তাড়াতাড়ি তিনি কাজ শুরু করবেন।