উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বেশ কয়েক বছর পর ফের অভিনয়ে ফিরছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়(Roopa Ganguly)। নতুন বাংলা ধারাবাহিকের জন্য লুক সেটে এসেছিলেন অভিনেত্রী। জানা গিয়েছে, ওয়েব সিরিজের প্রস্তাব গিয়েছে তাঁর কাছে। শেষ পাঁচ বছর রূপা গঙ্গোপাধ্যায় গেরুয়া শিবিরের হয়ে রাজনীতিতে ব্যস্ত ছিলেন। ধারাবাহিক বা সিনেমার থেকে একটা বড় বিরতি নিয়েছিলেন তিনি। কিন্তু এবার শোনা যাচ্ছে শীঘ্রই বাংলা ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন রূপা।
তবে প্রযোজনা সংস্থার পাঠানো চুক্তিপত্রে এখনও সাক্ষর করেননি অভিনেত্রী। টলিপাড়ায় চর্চা, রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে যখন ধারাবাহিক সাজানো হচ্ছে, তখন বিষয়টি তাকলাগানো হবে। তবে গল্পটি সম্পর্কে মুখে কুলুপ এঁটেছেন কর্তৃপক্ষ। একজন মায়ের চরিত্রে দেখা যাবে রূপাকে। রূপার বরের চরিত্রের জন্য বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের কথা ভাবা হয়েছে বলেই খবর। একই ধারাবাহিকের জন্য স্বীকৃতি মজুমদার আর অর্পণ ঘোষালের কাছে প্রস্তাব গিয়েছে।