উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘মুম্বই নিয়ে এত উত্তেজনা কিসের? আমি এবং বাংলায় এমন অনেক গায়ক গায়িকারা আছেন যারা কেকে’র থেকে অনেক বেশি ভালো গান গায়’- ফেসবুকে একটি ভিডিওতে এমনই মন্তব্য করেছেন বাংলার জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচি। এমন মন্তব্যে নেটদুনিয়ায় তীব্র কটাক্ষের মুখে সংগীতশিল্পী।
সোমবার রাতে ফেসবুক ভিডিওতে রূপঙ্কর কেকে’র সমালোচনা করেন। আর এই ভিডিও ঘিরেই তোলপাড় গোটা বাংলা। রূপঙ্করের মনে হয়েছে রাঘব বন্দ্যোপাধ্যায়, সোমলতা, মনোময় সহ বাংলার বিভিন্ন শিল্পীর লাইভ কনসার্টে গানের দক্ষতা কেকে’র তুলনায় অনেকটাই বেশি। দক্ষিণ ভারত থেকে শুরু করে পঞ্জাব এবং ওডিশার মানুষদের উদাহরণ দিয়ে বাঙালিদের উদ্দেশ্যে বলেছেন মনে প্রাণে বাঙালি হতে হবে প্রত্যেককে। রূপঙ্করের এই ভিডিও পোস্টের ২৪ ঘণ্টা পরই কেকের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া যায়। মঙ্গলবার রাতে কলকাতার নজরুল মঞ্চে গান গাওয়ার পরই হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন কেকে। তড়িঘড়ি তাঁকে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। কেকে’র প্রয়াণের পরই রূপঙ্করকে কাঠগড়ায় তুলেছেন নেটিজেনরা। সমালোচনায় সরব হয়েছে গোটা বাংলা। এমন মন্তব্যের জন্য রূপঙ্করের লজ্জিত হওয়া উচিত বলেই মন্তব্য অনেকের। সহমত পোষণ করেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রও। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘রূপঙ্কর বাগচি আপনার লজ্জা হওয়া উচিত। অত্যন্ত স্বার্থপর একটা মানুষ আপনি। আগে আপনার মনের সংকীর্ণতা দূর করুন তারপর কেকে’র সঙ্গে নিজের তুলনা করতে আসবেন। জাতীয় পুরস্কার পাওয়াই আপনার কাল।’
আরও পড়ুন : KK’s Death | এয়ারপোর্টে গান স্যালুটে কেকে’কে বিদায়, ঘোষণা মমতার