ডিজিটাল ডেস্ক: রূপঙ্কর বাগচিকে (Rupankar Bagchi) নিয়ে বিতর্ক যেন আর কাটছেই না। কেকের মৃত্যুর পর এবার রূপঙ্কর বাগচীর নাম জড়ালো গান চুরিতে। মনোরমা ঘোষাল নামের এক গায়িকা তথা ইউটিউবার অভিযোগ করেছেন, তাঁর নিজের রচিত একটি গান রূপঙ্কর গেয়েছেন। রূপঙ্করের পাশাপাশি কম্পিউটার পার্থ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও নিউ টাউন থানায় অভিযোগ দায়ের করেন মনোরমা ঘোষাল নামে ওই গায়িকা। তিনি দাবি করেছেন, তিনি গানটি আগেই তাঁর ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলেন। পার্থ বন্দোপাধ্যায় তাঁকে দায়িত্ব দিয়েছিলেন গানটির প্রচার করার। মনোরমা অভিযোগ করেছেন, এরপরেই তাঁকে পার্থ বন্দোপাধ্যায় গানটির মালিকানা ছেড়ে দিতে বলেন ও জানান, গানটি রূপঙ্কর গাইছেন। এ প্রসঙ্গে রূপঙ্করের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, এ ধরনের কোনো ঘটনা তিনি মনে করতে পারেন পারছেন না। পালটা তিনি বলেন, আসল ঘটনা কি হয়েছে তা কম্পোজার এবং ওই ইউটিউবার বলতে পারবেন। এমনকি রূপঙ্কর জানিয়েছেন, তাঁকে যে লিংক পাঠানো হয়েছিল মনোরমার পক্ষ থেকে তা খুলেও তিনি কিছু দেখতে পাননি। খুব স্বাভাবিকভাবেই গান চুরি বিতর্কে রূপান্তরের নাম জড়িয়ে পড়ায় চাঞ্চল্য বেড়েছে।
অনুষ্ঠান চলাকালীন কৈলাশ খেরকে লক্ষ্য করে ছোড়া হল বোতল, গ্রেপ্তার ২
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কন্নড় গানের পরিবর্তে কেন হিন্দি গান গাইছেন গায়ক? মঞ্চে অনুষ্ঠান চলাকালীনই গায়ক কৈলাশ খেরকে বোতল ছুড়ে...
Read more